Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ জুন ২০১৮

ডিজিটাল সার্ভিস বাস্তবায়ন রোডম্যাপ ২০২১ প্রস্তুতি ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত (১০-১২ জুন)


প্রকাশন তারিখ : 2018-06-19

 

কৃষি মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর সংস্থার ই-সার্ভিস রোডম্যাপ পরিকল্পনা সম্পন্ন করার লক্ষ্যে  ডিজিটাল সার্ভিস এক্সিলারেটর টিম, এটুআই এর সহায়তায় গত ১০-১২ জুন/২০১৮ সময়ে ৩দিন ব্যাপী একটি কর্মশালা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটরিয়াম, খামারবাড়ী, ঢাকা তে সম্পন্ন হয়েছে। কৃষি মন্ত্রণালয়সহ আওতাধীন ১৭টি দপ্তর সংস্থার  মোট ৫৪ জন প্রতিনিধি এ কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রতিদিন এটুআই এর কর্মকর্তা এবং রিসোর্স পার্সন উপস্থিত থেকে কর্মশালাটি পরিচালনা করেন।   কর্মশালায় দপ্তর সমূহের ৩৪২টি ম্যানুয়েল সেবা পর্যালোচনা করে ৮৯টি ডিজিটাল সিস্টেম নির্ধারণ করা হয়।

কর্মশালার শেষদিন ১২ জুন ২০১৮ তারিখ মন্ত্রিপরিষদ বিভাগের সচিব(সমন্বয় ও সংস্কার) জনাব এন এম জিয়াউল আলম,কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ আহম্মদ, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান, ড. মোঃ কবির ইকরামুল হক সহ সকল দপ্তর সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।শেষদিন  কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সকল দপ্তর/ সংস্থা সমূহের প্রধানগণ স্ব স্ব সংস্থার ই-সার্ভিস বাস্তবায়ন রোডম্যাপ পরিকল্পনা উপস্থাপন  করেন।